বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরও ২ বাস


Desk report | Published: 2022-04-14 03:29:52 BdST | Updated: 2024-04-27 04:02:18 BdST

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন পুলে সংযোজিত হয়েছে নতুন দুইটি বাস। এই নিয়ে ববির পরিবহন পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাঁড়াল ১৯টি।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত ৫২ সিটের এ বাস ২টি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানরা, পরিবহন পুলের ম্যানেজারসহ শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস ২টি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪ লাখ ৫৮ হাজার টাকা। এই নিয়ে ববির পরিবহন পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাঁড়াল ১৯টি।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) ২টি একতলা ও ৬টি দ্বিতল বাসও যুক্ত রয়েছে।