এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ


Desk report | Published: 2024-08-01 17:37:22 BdST | Updated: 2024-12-15 01:39:04 BdST

এইচএসসির স্থগিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক আদেশের এই সূচি প্রকাশ করা হয়।

পরিবর্তিত এই সূচি অনুযায়ী, আগামী ১১ আগস্ট থেকে এই পরীক্ষা শুরু হবে। এর আগে তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে।