শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চবির ফটক আটকে বিক্ষোভ


CU Correspondent | Published: 2022-03-29 07:52:18 BdST | Updated: 2024-05-18 08:33:34 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র কফিল উদ্দিন সামির ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ফটক আটকে রাখেন তারা। পরে প্রক্টরের আশ্বাসে ফটক খুলে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, নৈতিকতার জায়গা থেকে আমরা বিক্ষোভ নেমেছি। সবুজ ক্যাম্পাসে অহেতুক এক ছাত্রকে রক্তাক্ত করার অধিকার কারও নেই। হাসপাতালের বিছানায় এখনো কাতরাচ্ছে কফিল। আমরা তাকে মারধরের বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, সহপাঠীকে মারধরের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল ছাত্ররা। আমরা আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

এর আগে রোববার দুপুরে কথা কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে কফিল উদ্দিন সামিকে মারধর করেন শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘সিক্সটি নাইন’র নেতাকর্মীরা। কফিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম হয়েছে বলে চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে।