ঢাবি সিনেট সদস্য হলেন পাঁচ এমপি


DU Correspondent | Published: 2022-08-03 04:02:24 BdST | Updated: 2024-03-29 15:30:40 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। গত ২৪ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই আদেশ জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া পাঁচ জন সংসদ সদস্য হলেন- র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, বেগম মেহের আফরোজ, মো. আবদুস সোবহান মিয়া এবং মনজুর হোসেন।

//