ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম মেহরাজ


DU Correspondent | Published: 2023-06-08 23:02:43 BdST | Updated: 2024-03-29 08:10:55 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ১১.৮৪ শতাংশ।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মেহরাজ হোসাইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ৭৫ এবং সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫ দশমিক ৫৩। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ৯৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন একই কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর মানবিক শাখা থেকে ৯৮ দশমিক ৯১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী মো. জিলহাজ শেখ।

এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১১.৮৪ এবং মোট পাস করেছে ৪৫২৬ জন। বাকি ৮৮.১৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৮২৩৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৫৭৭ জন, মানবিক বিভাগে ৬৩২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৩১৭ জন।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

 

//