ঢাবির নতুন উপাচার্যকে বিদায়ী উপাচার্যের অভিনন্দন


Desk report | Published: 2024-08-29 11:54:33 BdST | Updated: 2024-09-15 04:42:43 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ২৯তম এবং সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক এস এম মাকসুদ কামাল।

বুধবার (২৮ আগস্ট) ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের শিক্ষক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক পত্রে এই অভিনন্দন জানানো হয়।

পত্রে বলা হয়, প্রিয় মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও কর্ম-পরিকল্পনার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে উত্তরোত্তর এগিয়ে যাবে, এটি আমার দৃঢ়বিশ্বাস।

এছাড়া নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন সাবেক উপাচার্য।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চাপের মুখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়ে। এই ধারাবাহিকতায় পদত্যাগ করেন ২৯তম উপাচার্য এসএম মাকসুদ কামালও। তার পদত্যাগের প্রায় তিন সপ্তাহ পর ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. নিয়াজ আহমেদ খান।