ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ


DU Correspondent | Published: 2024-08-30 19:56:16 BdST | Updated: 2024-09-07 17:09:38 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সী শামস উদ্দিন আহম্মদ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেন। ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে তার এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।

এর আগে মুন্সী শামস উদ্দিন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) হিসেবে কর্মরত ছিলেন।

চিঠিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক জানানো হচ্ছে, সাময়িকভাবে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।