ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস প্রতিযোগিতায় বিজয়ী ৭ বাংলাদেশি


Desk report | Published: 2022-02-20 22:08:08 BdST | Updated: 2024-05-18 21:31:24 BdST

ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিশ্বের ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশের সাতজন বিজয়ী হয়েছেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আইএলটিএস ২০২০-২০২১ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ব্রিটিশ কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনে উৎসাহিত ও সহায়তার লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন বৃত্তি এবং পুরস্কারের ব্যবস্থা রয়েছে। উচ্চাকাঙ্ক্ষী তরুণদের অ্যাকাডেমিক স্বপ্ন বাস্তবে রূপান্তরে বিশ্বের ইংরেজি ভাষার বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের পছন্দের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর কোর্স করার সুযোগ দেওয়া হচ্ছে। আইএলটিএস প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র জন্য তিন হাজার পাউন্ড দিয়ে সহায়তা করবে ব্রিটিশ কাউন্সিল।

এতে বলা হয়, এই প্রতিযোগিতা বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচন করা হয়।

বিজয়ীরা হলেন- রুবাইয়া চৌধুরী, রোহান খান, লামিয়া মহসিন, শিকদার মিয়াঘি, আবির চৌধুরী, তানভী হাওলাদার ও রিয়ানা আফরোজ।

সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল একটি অনলাইন পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম ডিরেক্টর জিম ও’নিল বিজয়ীদের অভিনন্দন জানান।

বিজয়ীদের উদ্দেশে জিম বলেন, আমরা এত অসাধারণ সাবমিশন পেয়েছি যে, পুরস্কার প্রদানের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচনের কাজটি একেবারেই সহজ ছিল না। আপনারা যারা আজকে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন, সবাই অসম্ভব ভালো করেছেন এবং আমি আপনাদের শুভ কামনা জানাই।

অনুষ্ঠানে বিজয়ীরা পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে অভিজ্ঞতা শেয়ার করেন।

বিজয়ী লামিয়া মহসিন বলেন, এই আইইএলটিএস প্রাইজ বিশ্বের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের স্বপ্ন পূরণে আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে আমি বিশ্বাস করি।