চবি ছাত্র রানার পড়াশোনার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান


Desk report | Published: 2022-02-21 10:13:28 BdST | Updated: 2024-05-18 20:19:07 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথমবর্ষে ভর্তি হওয়া রানা মিয়ার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান রানার হাতে প্রাথমিকভাবে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রানার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রচার হলে তা জেলা প্রশাসক মো. শাহ্গীর আলমের দৃষ্টিগোচর হয়। এরপরই রানার পড়াশোনার খরচ চালানোর উদ্যোগ নেন তিনি। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত রানাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমানের পক্ষ থেকে প্রতি ছয় মাস পরপর ২৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য রানাকে প্রতি ছয় মাস পর সশরীর, অনলাইন বা ইমেইলের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি দরখাস্ত লিখতে হবে। পরে ইউএনও রানার ব্যাংক হিসাবে ২৫ হাজার টাকা পাঠিয়ে দেবেন। তবে এজন্য জেলা প্রশাসক রানাকে ভালো ফলাফল অব্যাহত রাখার শর্ত দিয়েছেন।

রানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বেলানগর গ্রামে। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র রানা। ক্লাস শুরু না হওয়ায় বর্তমানে থাকেন গ্রামে। রানার বাবা আইন উদ্দিন ও মা সুহেরা বেগম। আরও আছে দুই ভাই-বোন। সবাই গ্রামেই থাকেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আইন উদ্দিন। গ্রামে অন্যের জমিতে শ্রমিকের কাজ করেন।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে রানাকে ডেকে নিয়ে যান জেলা প্রশাসক শাহ্গীর আলম। তিনি রানার পড়াশোনা ও পরিবারের বিষয়ে খোঁজ নেন। রানাকে পড়াশোনার বিষয়ে দিকনির্দেশনাও দেন।

রানা মিয়া বলেন, ‘জেলা প্রশাসক মো. শাহ্গীর আলম ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমানের সহায়তার আশ্বাসে পড়াশোনার খরচ চালানোর দুশ্চিন্তা দূর হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের কথামতো ও ব্যবস্থাপনায় রানার পড়াশোনার খরচ চালানোর দায়িত্ব আমি নিয়েছি। জেলা প্রশাসন এটি সমন্বয় করবে।’

জেলা প্রশাসক শাহ্গীর আলম বলেন, ‘জেলা প্রশাসনে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় রানাকে স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর ২৫ হাজার টাকা করে দেবেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান।’