ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি


Desk report | Published: 2022-06-04 22:43:44 BdST | Updated: 2024-05-18 14:19:35 BdST

ঈদুল আজহার আগে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছে প্রাচীন শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণে আগামী বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এসব দাবিসহ ১১ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স্ ইউনিটিতে সংবাদ সম্মেলনে বিটিএ নেতারা এসব দাবি তুলে ধরবেন। বিটিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগে শিক্ষকদের শতভাগ উৎসবভাতা দেয়া, মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের লক্ষে ১১ দফা বাস্তবায়নে আসন্ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দে দাবিতে সংবাদ সম্মেলন করবে বিটিএ। শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স্ ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিটিএর ১১ দফা দাবি বিস্তারিতভাবে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরা হবে বলেও জানান এ শিক্ষক নেতা।

জানা গেছে, প্রচলিত নিয়মে এমপিওভুক্ত শিক্ষকরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ২৫ শতাংশ এবং কর্মচারী ৫০ শতাংশ করে উৎসবভাতা পান। এছাড়া প্রতিবছর বাংলা নববর্ষে তারা ২০ শতাংশ ‘বৈশাখী ভাতা’ পেয়ে থাকেন। কিন্তু শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ দুইটি ঈদেই তাদের বেতনের শতভাগ উৎসব ভাতা দেয়ার দাবি জানাচ্ছেন।