সুন্দরগঞ্জে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-16 00:04:27 BdST | Updated: 2024-05-18 20:48:56 BdST

সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। বিদ্যালয়গুলো হলো- বোচাগাড়ি, চরভাটি বুড়াইল, ভাটি বুড়াইল, লাঠশালা ও কুড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা গেছে, উপজেলার চরাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বদলী শিক্ষক দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ভেস্তে যেতে বসেছে-এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দু-দফা তদন্ত করে এর সত্যতা খুঁজে পান। পরে ৫টি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ জানান, চরাঞ্চলের শিক্ষারমান গুণগত না হওয়ায় এবং দীর্ঘদিন থেকে শিক্ষকরা সরকারি বিধি লঙ্ঘন করে অনুপস্থিত থাকায় তদন্ত সাপেক্ষে তাদের বেতন ভাতা স্থগিত করা হয়েছে। তবে চরাঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মমুখি হওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিদর্শনের জন্য সহকারি শিক্ষা অফিসারদের নিদের্শনাও দেয়া হয়েছে।

ক্যাম্পাস টাইমস/এসজে/ ১৫ ফেব্রুয়ারি ২০১৮