বিরাট আনুশকার রিসেপশনে নরেন্দ্র মোদি


টাইমস ডেস্ক | Published: 2017-12-22 18:00:08 BdST | Updated: 2024-06-03 23:13:56 BdST

ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মার বিবাহপরবর্তী রিসেপশনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দেশটির রাজধানী নায়দিল্লির তাজ প্যালেস হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত বুধবার নরেন্দ্র মোদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান নবদম্পতি।

সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ১১ তারিখে ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বিরানুশকা। এরপর সেখানেই হানিমুন শেষে ভারতে ফিরেছেন তাঁরা।

ইতালির তাস্কানিকে স্বপ্নের বিয়ে সেরে বিরাট কোহালি ও আনুশকা শর্মা দম্পতি হানিমুন করেছেন ফিনল্যান্ডে। অবশেষে মঙ্গলবার ভারতে ফিরেন এই তারকা জুটি।

এমএন/ ২২ ডিসেম্বর ২০১৭