সাত দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার


DU Correspondent | Published: 2024-06-03 18:28:18 BdST | Updated: 2024-06-23 09:06:48 BdST

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট সাত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার বন্ধ থাকবে৷

সোমবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে লাইব্রেরি কর্তৃপক্ষ। এছাড়া লাইব্রেরির অন্যান্য সকল বিভাগও বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের পাঠকক্ষসমূহ বন্ধ থাকবে। আগামী ২১ জুন শুক্রবার থেকে গ্রন্থাগারের পাঠকক্ষসমূহের কার্যক্রম যথারীতি চালু থাকবে।