করোনার থাবায় আক্রান্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী


Dhaka | Published: 2020-03-09 03:10:03 BdST | Updated: 2024-05-19 12:04:27 BdST

এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। বাইরের দেশ থেকে ভ্রমণের পর ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে গতকাল (০৭ মার্চ) রাতে জানিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য সংস্থা (পিএইচই)।

অক্সফোর্ড মেল একটি ইমেইল পেয়েছে, যেটা গতরাতে অক্সফোর্ডের উপাচার্য লুই রিচার্ডসন কর্মীদের এবং শিক্ষার্থীদের কাছে প্রেরণ করেছিলেন। যেখানে ইংল্যান্ডের (পিএইচই) জনস্বাস্থ্য সংস্থা (পিএইচই) করোনা শনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করেছে।

উপাচার্য মেইলে আরও জানান, 'এই মুহূর্তে আমি খুবই অপ্রস্তুত, তবে আমি আনন্দিত হতে পেরেছি যে ছাত্রটি লক্ষণগুলি বিকাশের সাথে সাথে তা শরীর থেকে আত্ম-বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং অসুস্থ বোধের পরে সে কোনও কলেজের অনুষ্ঠানে অংশ নেয়নি।’

বিশ্ববিদ্যালয় প্রধান জানান, ‘এই পিএইচইর কারণে অন্যান্য শিক্ষার্থী এবং কর্মীদের ঝুঁকি 'খুব কম' এবং কলেজের কার্যক্রম চালিয়ে যেতে পারে বলে পরামর্শ দিয়েছে।’

সূত্র: অক্সফোর্ড মেইল