বিশ্বের প্রথম অনলাইন সমাবর্তন!


Dhaka | Published: 2020-04-10 07:04:48 BdST | Updated: 2024-05-19 14:00:50 BdST

পৃথিবীর সমাজব্যবস্থা সব সময় একই অর্ডারে চলে না। সময়, পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হতে বাধ্য। সংকট আসবে, সমস্যা তৈরি হবে৷ তাই বলে কোনো কিছু থেমে থাকবে না। করোনা ভাইরাসের মহামারীতে ঢাবির সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ। যদিও পৃথিবীর সর্বত্র অনলাইন স্টাডি চলমান আছে৷ এরই মাঝে আজ চায়না ডৈলিতে দেখলাম অভূতপূর্ব একটি উদ্যোগ৷

করোনার ভয়াবহতার প্রেক্ষাপটে জাপানের একটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গ্রাজুয়েশন পরবর্তী সমাবর্তন আয়োজন করলো অনলাইন এবং রোবটের মাধ্যমে! সমাবর্তন ক্যাপ পরা রোবট একে একে এগিয়ে চললো ডায়াসের সামনে! আর তখন রোবটের মুখে থাকা ডিসপ্লেতে ভেসে উঠলো ভিডিও কনাফারেন্সে যুক্ত হওয়া শিক্ষার্থীর মুখ। সেরা শিক্ষার্থীর নাম ঘোষণাসহ সমাবর্তনের আনুষ্ঠানিকতা এভাবেই শেষ হলো। আয়োজকদের উৎফুল্ল দেখাচ্ছিলো বেশ৷

এটিকে বলা হচ্ছে, বিশ্বের প্রথম অনলাইন সমাবর্তন! প্রশংসনীয়, অনুকরণীয়, উদ্যোগ৷

আমাদের ডিজিটাল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর উচিত অনলাইনেই তাদের ক্লাস, পরীক্ষা সম্পন্ন করে ফেলা৷ সময় থেমে থাকবে না৷ কাজ শেষ করে ফেলতে হবে৷

সাইফুল্লহ সাদেক