একাধিক পদে এসিআইতে নিয়োগ বিজ্ঞপ্তি


টাইমস ডেস্ক | Published: 2017-11-25 17:26:06 BdST | Updated: 2024-05-17 13:40:04 BdST

এসিআই লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয়টি পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদগুলোতে পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবে।

পদের নাম

সার্ভিস কো-অর্ডিনেশন এক্সিকিউটিভ (এসিআ্ই মটরস), ডিস্ট্রিবিউশন ইন-চার্জ, সার্ভিস কো-অর্ডিনেশন এক্সিকিউটিভ, স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং, এসিআই অ্যাগ্রিবিজনেস), সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড ইভেন্টস, এসিআই অ্যাগ্রিবিজনেস)

যোগ্যতা

সার্ভিস কো-অর্ডিনেশন এক্সিকিউটিভ (এসিআই মটরস)

প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৪ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

ডিস্ট্রিবিউশন ইন-চার্জ

প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

সার্ভিস কো-অর্ডিনেশন এক্সিকিউটিভ

প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ

প্রার্থীকে মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি অথবা ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। পদটিতে আবেদন করার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

সিনিয়র এক্সিকিউটিভ (ডিজিটাল মার্কেটিং, এসিআই অ্যাগ্রিবিজনেস)

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

সিনিয়র এক্সিকিউটিভ (মিডিয়া অ্যান্ড ইভেন্টস, এসিআই অ্যাগ্রিবিজনেস)

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর, ২০১৭ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস ডটকম

এমএস/ ২৫ নভেম্বর ২০১৭