বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ ও সম্পাদক জাকির


Dhaka | Published: 2020-02-05 11:55:46 BdST | Updated: 2024-05-20 10:06:16 BdST

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

সাইফুর রহমান সোহাগ কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আলোচিত-সমালোচিত নেত্রী ইফফাত জাহান ইশাকে বিয়ে করছেন এবং এস এম জাকির তার নিজ জেলার জুড়ী উপজেলার অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করেছেন।

উভয়ের পারিবারিক সূত্র ক্যাম্পাস টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাতে পরিবাগের একটি কমিউনিটি সেন্টারে সাইফুর রহমান সোহাগ এর গায়ে হলুদ অনুষ্ঠিত হয় । তাতে আমন্ত্রণ জানানো হয় ছাত্রলীগের সাবেক নেতা কর্মীদের।

সোহাগ ও ইফফাত জাহান ইশার বিয়ে অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি । এতে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদিও তিনি বর্তমানে ইতালি অবস্থান করছেন।

২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। কনে সুমাইয়া আক্তার সামিয়া জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল কাদের দারার মেয়ে। ওই ইউনিয়নের কামিনীগঞ্জ গ্রামে কনের বাড়ি। অন্যদিকে, জাকিরের গ্রামের বাড়ি জুড়ীর পূর্ব গোয়ালবাড়িতে। সামিয়া জুড়ী কলেজে বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন।

কনের পিতা আবদুল কাদের দারা ১৯৭০ সালে প্রাদেশিক নির্বাচনে এমপি নির্বাচিত হওয়া তৈমুছ আলীর ভাতিজা।

বিয়ের বিষয়ে এস এম জাকির হোসাইন বলেন, পারিবারিকভাবে হুট করেই বিয়ে হয়েছে। তবে বিবাহোত্তর অর্ভথ্যনা এখনো অনুষ্ঠিত হয়নি। পরে সবার সাথে আলোচনা করে দিন ঠিক করা হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।