বন্ধুর সঙ্গে প্রতিযোগিতা!


Prothom-alo.com | Published: 2017-11-23 06:13:33 BdST | Updated: 2024-05-20 07:22:52 BdST

বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, এক সঙ্গে ঘোরাফেরা করি, সিনেমা দেখি আরও কত কিছুই তো করি। কিন্তু বন্ধুদের সঙ্গে কি আমরা কখনো প্রতিযোগিতা করি? হ্যাঁ, তাও করি। করতে হয়।

রাতুল আর ফরহাদ (ছদ্মনাম) দুজন খুব ভালো বন্ধু। পাশাপাশি বাসায় থাকে তারা সেই ছোটবেলা থেকেই। দুজনেই আবার খুব ভালো ছাত্র। দুজনের স্কুল-কলেজ ভিন্ন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে তারা সব সময় প্রথম দিকেই ছিল। একজনের সাফল্যে বরাবরই আরেকজন খুশি হয়। আর ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে থাকার কারণে তাদের মধ্যে প্রতিযোগিতার ব্যাপারটা কখনো সরাসরি চলে আসেনি। এইচএসসির পর দুজনেই ভর্তি হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, একই বিভাগে। একসঙ্গে একই জায়গায় পড়তে পেরে দুজনে বেশ খুশিই ছিল। কিন্তু প্রথম টার্ম ফাইনালেই রাতুল ফরহাদের চেয়ে ভালো করে বসল। আর এই প্রথম অনেক ভালো বন্ধু হওয়া সত্ত্বেও রাতুলের সাফল্যে যেন খুশি হতে পারল না ফরহাদ।

কোনো একটা বড় প্রতিযোগিতায় হেরে তো আমরা কতজনের কাছেই যাই। তাদের কজনই বা আমাদের পরিচিত? অপরিচিত হলে সমস্যা নেই, তবে পরিচিত হলে কেমন যেন একটু লাগে। বন্ধু হলে তো আরেকটু বেশি লাগে। মনে হতে থাকে আমার বন্ধুর চেয়ে আমি পিছিয়ে আছি! নিজেকে দুর্বল মনে হয় বন্ধুর চেয়ে। হীনমন্যতা বা ইনফেরিওরিটি কমপ্লেক্সও কাজ করতে পারে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার এ ব্যাপারে বলেন, আমাদের মনে রাখতে হবে সফলতা-ব্যর্থতা, জয়-পরাজয় সবই জীবনের অংশ। আমাদের মানসিকতাটাকেও তাই পরাজয়কে, ব্যর্থতাকে মেনে নেওয়ার মতো দৃঢ় রাখা উচিত। আর সেই ব্যর্থতা বা পরাজয় অপরিচিত কারও কাছে হতে পারে, আবার নিজের বন্ধুর কাছেও হতে পারে। আর সঙ্গে মনে রাখতে হবে এই এক ব্যর্থতা বা পরাজয় মানেই থেমে যাওয়া নয়। নতুন করে সফলতাও আসতে পারে।

আর অনেক ক্ষেত্রেই দেখা যায় এই প্রতিযোগিতা আমাদের ওপর আরোপ করে দেন অভিভাবকেরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেলায় দেখা যায় তারা প্রায়ই আমাদের খুব কাছের কোনো বন্ধুর ভালো ফলাফলের কথা টেনে আমাদের পড়ালেখা করতে বলেন। এখানে দুটো বিষয় আছে। একটা হলো উদাহরণ, আরেকটা তুলনা। সন্তানের সামনে ভালো উদাহরণ নিয়ে এসে তাকে উৎসাহিত করাই যায়। কিন্তু তুলনা টানলে তা সন্তানের মধ্যে ঈর্ষার সঞ্চার করতে পারে, দুঃখের সঞ্চার হতে পারে। এভাবে সে আরও পিছিয়ে যেতে পারে।

একটা প্রতিযোগিতায় বেলায় সবাই প্রতিযোগী। আবার প্রতিযোগিতা শেষে বন্ধুরা সবাই আবার বন্ধু। আর একটা প্রতিযোগিতার ফল যদি আপনি নিজের বন্ধুত্বের ওপর পড়তে দেন, সেটাই বা কেমন বন্ধুত্ব? আপনার কোনো বন্ধু যদি আপনার চেয়ে এগিয়ে থাকে তাহলে তাঁকে অভিনন্দন জানান। আপনার কোনো বন্ধু যদি আপনার চেয়ে পিছিয়ে থাকে, তাহলে তাঁকে সাহায্য করুন।

এমএসএল