মেধাবী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি মাদকাসক্ত হয়: সমীক্ষা


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-29 02:35:33 BdST | Updated: 2024-05-20 07:23:08 BdST

ছেলে বা মেয়ে পড়াশোনায় একটু পিছিয়ে। তার মানে এই নয় যে সে উচ্ছন্নে গেল৷ মন্দ ছেলে কিংবা মেয়ের এই সেকেলে কথা সত্যিই পুরনো হয়ে গেছে৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী৷ বদলেছে মানুষ।

বদলে গেছে বড় হয়ে ওঠা৷ আর বড় হয়ে ওঠার সময়ে সিগারেট, মদ ও মাদকে সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ছে মেধাবী শিক্ষার্থীরাই। এমনটাই দাবি ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষকদের।

ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের উপর বেশ কয়েক মাস ধরে সমীক্ষা করেছেন গবেষকরা৷

তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তাঁরা৷ ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের ব্যবহারের উপর নজর রেখেছিলেন গবেষকরা৷ তাঁদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র৷ তাতেই উঠে এসেছে আসল সত্যটা৷ দেখা গেছে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি৷

এর কারণ কী হতে পারে? বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবণতা বেড়ে যায়৷ আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে৷ সেই কারণেই এক্সিপেরিমেন্টের ঠেলায় নেশার কবলে পড়ে যায় তরুণ প্রজন্ম। ‌
সূত্র: সংবাদ প্রতিদিন 

 

এমএসএল