বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে এই ৫০টি কাজ করেছেন তো?


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-03 04:00:37 BdST | Updated: 2024-05-20 07:23:12 BdST

বিশ্ববিদ্যালয় জীবন একটি আনন্দের জীবন। এ জীবনে অবারিত সময় থাকে নিজের মত করে কাটানোর। দেখুনতো বিশ্ববিদ্যালয় জীবন অতিক্রম করার আগে নিচের ৫০টি কাজ করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে কিনা? না করে থাকলে এখন থেকেই করার পরিকল্পনা শুরু করুন। 

1. ক্যাম্পাসে উদ্ভটভাবে একদিন অতিক্রম করতে পারেন 

2. ইউটিউব, মুভি দেখা, আড্ডা ও যা মন চায় খাওয়াদাওয়া করে একদিন কাটাতে পারেন 

3. যাদের অফার প্রত্যাখ্যান করেছেন সেরকম একজনের সাথে ডেটে যেতে পারেন 

4. বিশ্ববিদ্যালয় জীবন স্মরণ করে একদিন সবকিছু একটা ডায়রিতে লিখে ফেলেন 

5. স্বেচ্ছামূলক ও মানবিক কাজ করা 

6. কাউকে নতুন কিছু শিখানো 

7. একাডেমিক জীবনের বাইরের কিছু না কিছু বই পড়া 

8. এক সপ্তাহের জন্য বাইক নিয়ে বিশ্ববিদ্যালয় ও এর শহর ঘুরে ফিরে বেড়ানো 

9. বিশ্ববিদ্যালয়ে যতগুলো গ্রন্থাগার রয়েছে সেখানে একদিনের জন্য হলেও পড়াশুনা করা 

10. বিশ্ববিদ্যালয়ের সুমিং পুলে সাঁতরাতে পারেন 

11. নিজের খাবার নিজেই তৈরি করুন 

12. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া টিমের খেলায় গিয়ে আনন্দ করা 

13. বনভোজনে যেতে পারেন 

14. নিজের পছন্দের বিভাগে একদিনের জন্য হলেও ক্লাস করা 

বন্ধুদের সাথে আড্ডা না দিলে ক্যাম্পাসলাইফই বৃথা 

15. বিশ্ববিদ্যালয়ের যেকোন একটি সংগঠনে যুক্ত হোন 

16. পার্টটাইম জব করা  

17. সময়মত ক্লাসে যাওয়া 

18. ক্যারিয়ার নিয়ে শিক্ষকদের সাথে পরামর্শ করুন 

19. যেকোন দেশ ভ্রমনে যাওয়া 

20. প্রিয়সব গানগুলি গেয়ে বন্ধুদের আড্ডা মাতিয়ে তুলুন 

ক্যাম্পাসে ঘুরে বেড়ানো 

21. বিশ্ববিদ্যালয়ে চারুকলায় আড্ডা দিন 

22. পারলে যেকোন একটি নাট্যদলের সাথে যোগ দিয়ে নাটকে অভিনয় করা যেতে পারে 

23. বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়া 

24. বিশ্ববিদ্যালয় ও এর শহরের থাকা সকল ঐতিহাসিক স্থান পরিদর্শন করুন 

25. একদিনের জন্য হলেও নেচেগেয়ে দিন কাটান 

26. ঝর্ণাধারা দেখতে যেতে পারেন 

28. বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের বাসায় আড্ডা দিতে চলে যান 

শিক্ষার্থীদের প্রতিবাদ 

29. প্রতিবাদী কর্মসূচিতে অংশ নিন 

30. বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন ও জাতীয় পত্রিকায় লেখালেখি করুন 

31. শুটেড বুটেড হয়ে একদিন ক্যম্পাস ঘুরে দিন 

32. কোন স্যারের কোন লেকচারে অভিভূত হলে দাঁড়িয়ে সম্ভাষণ জানাতে পারেন 

33. যেকোন একজন অসহায়কে একদিনের খাবার দান করুন 

34. নিজ ক্যাম্পাসে পিতামাতাকে ঘুরতে নিয়ে আসুন 

35. ঘুমিয়ে কাটিয়ে দিন একটি দিন 

36. হলের বন্ধুদের সাথে প্রাঙ্ক করতে পারেন একটিদিন 

37.সকল কোর্সের উপর একটি করে বই আছে কি না? তা চেক করুন না থাকলে এক্ষণই যেয়ে কিনে আনুন 

38. ঘুরি বানিয়ে হলের ছাদে উড়ানো কার না শখ জাগে! 

39. নিজের রুমটি একদিন মনের অত করে সাজাতে পারেন

আড্ডা 

 40. বান্ধবিকে নিয়ে ব্লাইন্ড ডেটে যেতে পারেন 

41. সকল বন্ধুদের নাম ও নাম্বার আছে কিনা চেক করে নিন 

42. চুলের একটি উদ্ভট কাট দিয়ে ঘুরে বেড়াতে পারেন 

43. খোলা ছাঁদে ঘুমাতে পারেন 

44. মুভি কিংবা শর্টফিল বানাতে পারেন  

45. শিক্ষকদের সাথে একদিন আড্ডা দিন 

46. অন্যনান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব করুন 

47. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনের অভ্যন্তরে কোথায় কি আছে দেখার চেষ্টা করুন 

48. ফ্রেশারদের সাথে আড্ডা দিন এবং বিভিন্ন শিক্ষামূলক পরামর্শ দিন 

49. নতুন কোন খেলা বা কাজ শিখতে পারেন, যেটা আপনি ভেবেছিলেন কখনই পারবেন না 

50. বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত যেকোন একটি মেডেল, স্কলারশিপ পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করুন 

লেখাটি দ্য ইন্ডিপেনডেন্ট থেকে সম্পাদিত 

এমএসএল