সঙ্গী প্রতারক হলে উপকৃত হয় নারীরা!


টাইমস ডেস্ক | Published: 2017-12-08 04:58:41 BdST | Updated: 2024-05-20 11:23:35 BdST

মন ভাঙার কষ্ট এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট। একজনের কষ্ট আরেকজনকে বুঝানো যায় না। তার মাঝে সঙ্গীর বিশ্বাসঘাতকতা প্রতি মুহূর্তে অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি করে। তবে এই মন ভাঙার পরেও অনেকে জীবনে সফল হতে পারে। এই কষ্টকে পুঁজি করে অনেক দূর এগিয়ে যেতে পারে অনেকে।

তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, সঙ্গী যদি বিশ্বাসঘাতক হয় এবং অবিশ্বাসী হয় তাহলে এর ফলে পরবর্তীতে সুফল ভোগ করে নারীরা। প্রায় ৮৫ শতাংশ মানুষ জীবনে মন ভাঙার কষ্টের স্বাদ পায়। ডাটা অনলাইনের এক জরীপে জানা যায়, যদি কোন পুরুষ একজন নারীকে ছেড়ে চলে যায়, তাহলে সেই কষ্ট কোনভাবে নিবারণ করতে পারলে সেই নারী আরও শক্তিশালী ও স্মার্ট হয়ে যায়।

নিউ ইয়র্কের বিংহামটন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডনে এই বিষয়ে একটি গবেষণা করা হয়। তারা প্রায় ৫০০০ জন মানুষের উপর গবেষণা করে জানতে পারেন যে, যে নারীর পার্টনার চিটিং করেন, সে পরবর্তীতে আরও বেশি জ্ঞানী হয়ে যান। কারণ পরেরবার সে আর ভুল সঙ্গী নির্বাচন করে না। এতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবার সম্ভাবনা বেশি থাকে।

আবার আরেক গবেষণায় দেখা যায়, যে নারী একবার প্রেমে ধোঁকা খায়, সে দ্বিতীয়বার প্রেম করতে আগ্রহী থাকে না। তাই পরবর্তীতে সে দীর্ঘ সম্পর্কে আবদ্ধ হতে পারে।

প্রেমে ভাঙনের পর নারীরা নিজেদের সুখ, দুঃখ ও কষ্ট সম্পর্কে আরও বেশি সচেতন হয়। আসলে সে কোথায়, কখন এবং কিভাবে সুখী থাকবে তা বুঝতে পারে। তাই আগামীবার যখনি দেখবেন একজন নারী প্রেম ভাঙনের কষ্টে জড়িয়ে পড়েছে, তখনি বুঝে নিন খুব শক্তিশালী কিছু সামনে আসতে পারে।-সূত্রঃ টাইম্‌স অফ ইন্ডিয়া।

এফএন/ ০৭ ডিসেম্বর ২০১৭