পর্ণগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হলে


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-22 23:52:56 BdST | Updated: 2024-05-20 06:51:03 BdST

পর্ণগ্রাফি কতটা ব্যাপক আকার ধারণ করেছে তা নিম্নের রিপোর্টে স্পষ্ট হয়েছে যমুনা নিউজ২৪.কম গত ২৩ নভেম্বর/২০১৫ উল্লেখ করেছে যে, ২০১৫ সালে নভেম্বর পর্যন্ত নথিভুক্ত পর্ণ ছবির সংখ্যা ৩ হাজার ২৭১টি। আর নথিভুক্ত করা হয়নি এমন সংখ্যা কত হবে তা কেউ জানে না। এই হাজার হাজার ছবির ভোক্তা এশিয়ার মানুষই বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এটা নিশ্চয় একটা ভয়াবহ যুদ্ধ পরিবারের সকল সদস্যকেই এই যুদ্ধের সৈনিক হতে হবে না হলে ধ্বংস হবে আপনার ছেলে,মেয়ে, বোন, ভাই আর নষ্ট হবে পরিবারের সুখ ।

পর্ণগ্রাফি থেকে বাঁচার উপায়ঃ
১. শিশুদেরকে স্মার্ট ফোন না দেওয়া : অতিরিক্ত ভালবাসা অনেক ক্ষেত্রে সন্তানদেরকে বিপদগামী করে ফেলে। একজন স্কুলগামী ছেলেকে স্মার্ট ফোন দেওয়ার মধ্যে কোন কল্যাণ নেই।
২. এন্টি পর্ণ সফটওয়ার ইনস্টল দেওয়াঃ গুগলে সার্চ দিলে এন্টি পর্ণসফট ওয়ার পাওয়া যায় তা আপনার ফোনে বা ল্যাপটপে দিতে পারেন এবং তার পাসওর্য়াড অবশ্যই অন্য কাউকে দিয়ে দিতে বলবেন তা না হলে আপনি নিজে রাতের বেলা পাসওর্য়াড দিয়ে পর্ণো দেখা শুরু করবেন কারণ আপনি তাতে আসক্ত।
৩. একা একা না থাকাঃ পর্ণগ্রাফিতে আসক্ত ব্যক্তির একা থাকা ঠিক না কারণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না।
৪. খাবার রুমে ডেস্কটপ রাখা : ল্যাপটপ বা ডেস্কটপ এমন স্থানে রাখা উচিত যেখানে পরিবারের সদস্যদের চলাচল আছে বা ল্যাপটপ বা ডেস্কটপ চালানোর সময় ঘরের দরজা খুলা রাখা- দরজা খুলে রাখলে অন্তত মানুষের ভয়ে বা লজ্জায় হলেও আপনি পর্ণগ্রাফি থেকে রক্ষা পাবেন।
৫. বিনোদন জগতের খবর না পড়া- বিনোদন জগতের খবর পড়া থেকে বিরত থাকা ভাল।সম্প্রতি জয়া আহসানের একটি অভিনয় নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়। আমার মনে হয় এই রিপোর্ট যারা পড়েছেন তাদের অধিকাংশই ঐদৃশ্যটি ইউটিউবে দেখেছেণ। এই রকম দৃশ্যই আপনাকে পর্ণের দিকে নিয়ে যাবে।
৬. বিবাহিতদের বউ সাথে রাখা : বিবাহিতদের বউ কাছে থাকলে এ থেকে বেঁচে থাকা অনেকটা সহজ।
৭. মৃত্যুর কথা মনে রাখা : সবর্দা মৃত্যুর কথা মনে রাখলে হয়তো আপনি তা হতে রক্ষা পেতে পারেন। আপনি প্রতিদিন রাতে আয়নার সামনে দাঁড়াবেন আর আর বলবেন আজ যদি আমার জীবনের শেষ রাত হয় তবে কি আমি পর্ণ ছবি দেখব। আমার বিশ্বাস আপনার বিবেক যদি মরে না থাকে তবে বলবে না দেখা যাবে না।
৮. বই পড়াঃ বই পড়ার নেশা আপনাকে এই নেশা থেকে দূরে রাখতে পারে। তাই হাতের কাছে বই রাখুন এবং সময় পেলেই বই পড়ুন।
৯। Prevention is better than treatment.  বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকানো কমাতে হবে। আর যদি হয় আকর্ষণীয় নারী। তবেতো কথাই নাই। দ্রুত ত্যাগ করুন সঙ্গ। 

১০। একা একা রুমে থাকবেন না। বিশেষ বিশ্ববিদ্যালয়ের হলে সিঙ্গেল রুমে থাকাটা অনুচিত। 

১১। ইন্টারনেট এক্সেস কমিয়ে নিন। প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবেনা।

১২। বেশি চাহিদা বেড়ে গেলে রোজা রাখতে পারেন। এতে যেমন পরকালীন কল্যাণ নিহীত তেমনি শারিরীক কল্যাণ বিদ্যমান। 

১৩। দ্রুত বিয়ে করুন। যাদের সচ্ছলতা আছে তাদের দ্রুত বিয়ে করা উচিত। অথবা দুইজনের সম্মতিতে বিয়ে করা উচিত। যে যার পরিবারের অর্থে চলবে। যখন ছেলে চাকুরিতে ঢুকবে তখন মেয়ে ছেলের বাড়িতে উঠবে। 

 

এমএসএল