যাপিত রস

যে কারণে ব্যাচেলরদের বাসা ভাড়া দেয়া উচিৎ


Prothom-alo.com | Published: 2017-12-25 20:57:56 BdST | Updated: 2024-05-20 01:44:15 BdST

ব্যাচেলরের কাছে মেয়ের বিয়ে দিতে আপত্তি না থাকলেও বাড়ি ভাড়া দেওয়ার বেলায় নারাজ এমন বাড়িওয়ালার সংখ্যা কম নয়। অথচ বিভিন্ন কারণে প্রত্যেক বাড়িওয়ালার উচিত নিজে থেকেই ব্যাচেলরদের বাড়ি ভাড়া দেওয়া। সেই কারণগুলো জানাচ্ছেন বিভিন্ন বাসা থেকে রিজেক্ট হওয়া ব্যাচেলর লেখক মো. মিকসেতু

* সকালের নাশতা দূরের কথা, ব্যাচেলররা সকালই দেখে না। বেশির ভাগ দিনে রান্না হয় এক বেলা। দুই বেলা রান্না হলেও সর্বোচ্চ দুই-তিন পদ রান্না হয়। ফলে প্রাকৃতিক সম্পদ গ্যাসের অপচয় হয় কম। অন্যদিকে ফ্যামিলি ভাড়া দিলে দিনে তিন বেলা রান্না ছাড়াও অবসরে শখের রান্নাবান্না তো চলেই।

* সকাল হলেই গোসল করতে হবে, ব্যাচেলরদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। তাদের অনেকের কাছেই প্রতিদিন গোসল করা যা, তিন দিনে একবার গোসল করাও একই কথা। ফলে পানির অপচয় হবে না। আপনাকেও কষ্ট করে দিনে তিন বেলা পানির মোটর ছাড়ার ঝামেলায় যেতে হবে না।

* গেটে দারোয়ান বা নৈশপ্রহরীরা মাঝেমধ্যেই কাজে ফাঁকি দিয়ে ঘুমায়। ফলে চুরি, ডাকাতির ঝুঁকি থেকেই যায়। এদিক থেকে বাড়িতে ব্যাচেলর রাখলে আপনারই লাভ। যেহেতু ব্যাচেলররা প্রায়ই দেরি করে ফেরে, ফলে চাইলেও দারোয়ান বা নৈশপ্রহরীর কাজে ফাঁকি দেওয়ার উপায় নেই। তা ছাড়া ব্যাচেলররা রাত জেগে ফেসবুকিং বা ফোনে ব্যস্ত থাকে, ফলে বাসায় চোর-ডাকাত এলে তারা টের পাবেই।

* বিপদ বলেকয়ে আসে না। গভীর রাতে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে কাঁচা ঘুম ফেলে আশপাশের কেউ এগিয়ে আসবে কি না, এটা নিয়ে সন্দেহ থাকেই। তবে বাসায় যদি ব্যাচেলর রাখেন তাহলে আর এই সমস্যা নেই। ব্যাচেলরদের কাছে দিনও যে কথা, গভীর রাতও একই কথা।

* হইচই পছন্দ করেন না বলে নিজের টাকায় বাড়ি বানিয়ে নাম দিয়েছেন ‘নিরিবিলি’। অথচ প্রায়ই ভাড়াটিয়াদের কারও না কারও বাসায় আত্মীয়স্বজন আসে। ছুটির দিন অতিথি সমাগম হয় আরও বেশি। হইচই-হাঙ্গামাও হয় অনেক বেশি। অন্যদিকে ছুটির দিন মানে ব্যাচেলরদের সাপ্তাহিক ঘুমের দিন। আত্মীয়স্বজনের তো কোনো বালাই-ই নেই।

* স্বামী-স্ত্রী যেখানে, ঝগড়াঝাঁটি সেখানে। ফলে বাড়িওয়ালা হিসেবে প্রায়ই আপনাকে ভাড়াটিয়ার ঝগড়ার সাক্ষী হতে হয়। মাঝেমধ্যে আপনার কাছে বিচার আসাও বিচিত্র নয়। এদিকে প্রতিটি ব্যাচেলর ভাই ভাই বলে নিজেদের মধ্যে কখনো ঝগড়াঝাঁটি লাগে না। আর লাগলেও আপনি সেটা টের পাবেন না, এটা নিশ্চিত।

* মহল্লার রাস্তাঘাটে দেখা হলে অন্য কেউ আপনাকে সালাম না দিলেও ব্যাচেলররা আঙ্কেল সম্বোধন করে, আশপাশের সবাইকে শুনিয়ে বেশ লম্বা একটা সালাম দেয়। যখন-তখন লম্বা সালাম পেলে এলাকায় অটোমেটিক আপনার একটা ‘ইজ্জত’ দাঁড়িয়ে যাবে।

* অধিকাংশ মা-বাবার মতো আপনিও চান আপনার মেয়ে প্রকাশ্যে কিংবা লুকিয়ে কারও সঙ্গে প্রেম না করুক। কিন্তু সব সময় তাদের চোখে চোখে রাখা অসম্ভব। বাসায় ব্যাচেলর থাকলে আর চিন্তা নেই। আপনি না পারলেও নিশ্চিত থাকুন, ব্যাচেলররা ২৪ ঘণ্টাই আপনার মেয়েকে চোখে চোখে রাখবে!

* ব্যাচেলররা মাসের শুরুতেই বাড়ি ভাড়া দিতে পারে না। এতে কিন্তু আপনারই লাভ। মাসের শুরুতে ভাড়ার টাকা খরচ হয়ে গেলেও চিন্তা নেই। মাসের শেষ কদিনের জন্য ব্যাচেলরদের ভাড়াটা তো আছেই।

* সর্বশেষ কারণ, পৃথিবীতে কেউ স্ত্রী নিয়ে জন্মায় না। একদিন আপনিও ব্যাচেলর ছিলেন। ব্যাচেলর ছিলেন আপনার বাবা, তাঁর বাবা, তাঁর বাবা...। কাজেই ব্যাচেলররা হিংস্র কোনো প্রাণী নয়, আপনার পূর্বপুরুষদের মতোই স্বাভাবিক মানুষ। তাদের বাড়ি ভাড়া না দিয়ে পূর্বপুরুষদের অসম্মান করবেন না।

প্রথম আলো

বিডিবিএস