বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি ৫ জনে ১ জন হতোদ্যম ও উদ্বিগ্ন


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-12 01:51:55 BdST | Updated: 2024-05-20 03:00:59 BdST

বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ জীবনকে অনেকেই আনন্দ-উল্লাস, স্বাধীন ও সুখের জীবন মনে করে থাকেন। কিন্তু চিত্র পুরাই উল্টা । 

সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে, আতঙ্কজনক হারে হতোদ্যমতা ও উদ্বেগ জেকে বসেছে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের জীবনে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি ৫ জনে ১জন হতোদ্যম ও উদ্বিগ্ন এবং মানসিকভাবে দুর্দশাগ্রস্ত। 

সম্প্রতি মার্কিন সেন্টার ফর কলেজিয়েট মেন্টাল হেলথ এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আর এসব কারণে নিয়মিত শিক্ষার্থীরা এই সেন্টারে কাউন্সেলিং নিতে আসছেন। 

ফাইল ফটো

হতাশার কারণ হিসেবে সেন্টারটি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অত্যধিক ব্যবহার এর প্রধান কারণ

মাদক গ্রহণ এবং প্রেমে ব্যর্থ হয়ওয়াতেও অনেকে বিষণ্ণতায় ভুগছেন। আবার বাড়িতে ফেরার জন্য মন খারাপ করে থাকেন অনেকে। 

মূল সংবাদ 

বিডিবিএস