ভালোবাসা দিবসে সিঙ্গেলদের জন্য ১৪ করণীয়


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-13 01:32:25 BdST | Updated: 2024-05-20 02:37:04 BdST

আগামী ১৪ই ফেব্রুয়ারি বুধবার পালিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে এখন থেকেই ভালোবাসার মানুষটিকে নিয়ে নানা পরিকল্পনা করছেন অনেকে। উপহার দেওয়ার বিষয় তো রয়েছেই, দিনটিকে কিভাবে স্মরণীয় করে রাখা যায় তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। অনেকে আবার দূর দূরান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করছেন। তবে  সিঙ্গেলরা কি করবেন এদিন। তাদের জন্য ১৪ টি পরামর্শ--- 

১। নিজের জীবনে যা কিছু ভালো কাজ করেছেন সেসব নিয়ে ভাবতে পারেন এবং নতুন করে কিছু করার পরিকল্পনা করুন 

২। নিজে করতে পছন্দ করেন এমন কোন কাজে ব্যস্ত থাকতে পারেন

৩। সিঙ্গেল মেয়েদের সাথে ফ্লারট করতে পারেন

৪। বন্ধুদের নিয়ে ডিনারের আয়োজন করতে পারেন

৫। ৪/৫ জন ছিন্নমূল মানুষকে সহায়তা দিতে পারেন 

৬। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে পারেন

৭। ঘুমের বিকল্প আর কি হতে পারে

আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সিঙ্গেল সংগ্রাম পরিষদ’ গঠিত

৮। ডিজে পার্টিতে যেতে পারেন

৯। যেকোন একটি উপন্যাস পড়ে শেষ করুন অথবা কিছু তথ্যভিত্তিক মুভি দেখে ফেলুন

১০। দিবসটিকে ভুলে গিয়ে অন্যান্য দিনের মত নিজের কাজ করুন

১১। ইবাদাত বন্দেগীতে মশগুল হতে পারেন

১২। পরিবার থেকে দূরে থাকলে বাড়ি চলে যান

১৩। নিজের গ্রাম কিংবা শহর ঘুরে ঘুরে দেখুন একা একা

১৪। আগামী বছরের ভালোবাসা দিবস নিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজাতে পারেন 

বিডিবিএস