বিশ্ব ভালোবাসা দিবস


টাইমস ডেস্ক | Published: 2018-02-14 16:31:41 BdST | Updated: 2024-06-02 23:37:50 BdST

বিস্ময়, স্বপ্ন, ব্যাকুলতা, স্মৃতিকাতরতার নামই কি ভালোবাসা ? নাকি অন্যকিছু। সংজ্ঞাহীন অজানা এক মোহে বুদ হয়ে থাকাই বোধহয় ভালোবাসা। জীবনের পরতে পরতে নানা আবেশে প্রেম ধরা দেয় ভিন্ন ভিন্ন রং এ।

মন ছুঁয়েছে বহু আগে। রঙিন ফুলে বিনি সুতোয় মালা গাঁথার গল্পের শুরুটা তখনই। নীল আকাশে মেঘের ভেলায় শত রঙের স্বপ্নবোনা।

এইতো সেদিন, বছরও হয়নি, একে একে দুই । প্রেমের নায়ে পাল তুলেছে সংসার। এ যেন একই ভালোবাসার অন্য নাম।

এন প্রেমিক যুগল বলেন, 'বিয়ের পরে ভালোবাসাটা আরো বেড়েছে। এবং সঙ্গে সঙ্গে দায়িত্ব, শেয়ারিং, কেয়ারিং যোগ হয়েছে।'

একপথে চলার অন্য মোড়ে নতুন বোধ ধরা পরে ভালোবাসার। যেখানে প্রত্যাশা-প্রাপ্তির মত অংক কষলে হিসেব মিলবেনা। সেখানে প্রেমের বাঁধন আকড়ে ধরে বোঝা পড়া কিংবা সমঝোতার মত শব্দগুলো।

দিনে দিনে বদলে যায় সময় একসাথে হয়ত কুড়িটি বসন্ত পাড় করলেও ব্যাকুলতা কমেনা প্রেমের। সময় অসময়ে শব্দ দিয়ে হয়ত বলা হয়না ভালোবাসি। তবে পায়ে পায়ে চলতে চলতে একটু ফিরে চাওয়া কিংবা ছোট খাটো খুনসুটি বলে দেয় এখনো ভালোবাসি।

যুগে যুগে খোলস বদলে অন্য রূপে হলেও একই মাদকতায় হাজির হয় এই প্রেম।

টিআই/ ১৪ ফেব্রুয়ারি ২০১৮