হৃদয়ের অহংকার; প্রাণের ছাত্রলীগ: গোলাম রাব্বানী


টাইমস অনলাইনঃ | Published: 2018-08-19 07:21:46 BdST | Updated: 2024-05-20 18:49:58 BdST

গোলাম রাব্বানী

বহু ভেবেছি, “ছাত্রলীগ” কেন সদাই,
ভাসে নিন্দা-সমালোচনার তোড়ে?
উত্তর মিলেছে, সহসা আপন মনেতে,
ফলবতী বৃক্ষেই যে সবে ঢিল ছোঁড়ে!

জেনে রাখো, ও দুর্মূখ-নিন্দুকের দল,
“বাংলাদেশ ছাত্রলীগ” এর অবদান;
আমরাই এনেছি, এই স্বাধীন স্বদেশ,
ঝরিয়েছি “২৭ হাজার” তাজা প্রাণ!

৫২ থেকে ১/১১ এর গণতন্ত্র উদ্ধার-
স্মরণীয় সে আন্দোলন-সংগ্রাম যত;
“ছাত্রলীগ”-ই ছিল রাজপথে কেবল,
দিয়েছে যে আত্মাহুতি-বলিদান শত!

সুসময়ে ‘দুধের মাছি’ তে মৌ মৌ..
সুবিধাভোগীর হয় কি অভাব মোটে;
“যত দোষ নন্দ ঘোষ”- “ছাত্রলীগ”,
অপবাদ আর অপপ্রচার-ই জোটে!

দুঃসময়ে ‘হাইব্রিড’রা ত্রাসে পালাবে,
ছুটবে, আখের গুছিয়ে দিক-বিদিগ;
“অতন্দ্র প্রহরী” হয়ে প্রিয় বুবুর পাশে,
থাকবো মোরা,”বাংলাদেশ ছাত্রলীগ!”

সংশয় কিসে, হে নির্ভীক ‘ভ্যানগার্ড’!
ষড়যন্ত্র আর চক্রান্তের হবে বিনাশ,
শুধু “জয় বাংলা বলে আগে বাড়ো”
রেখে,প্রাণের নেত্রীতে অগাধ বিশ্বাস!

হৃদয়ের অহংকার; প্রাণের “ছাত্রলীগ”,
প্রথম ভাললাগা; যৌবনের উচ্ছ্বাস!
প্রেরণায় শত-সহস্র সোনালী অর্জন;
“ছাত্রলীগের ইতিহাস;বাংলাদেশের ইতিহাস”!

জয় বাংলা; জয় বঙ্গবন্ধু!

কবিতাটি লিখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক