গণতন্ত্র না তুমিতন্ত্র


ফাইজুল ইসলাম ফাহিম | Published: 2019-01-08 06:43:19 BdST | Updated: 2024-05-20 20:01:00 BdST

গণতন্ত্র না তুমিতন্ত্র

ফাইজুল ইসলাম ফাহিম

যদি অপেক্ষা প্রহর শেষ না হয়,
আমায় খুঁজে দেখো
নিরস অমৃতাক্ষরের ছন্দে,
অথবা বিপ্লবী সুকান্তে।

রবীন্দ্রের যৌবনের মত আমি রোমান্টিক নই,
নজরুলের ব্যাকুল বিদ্রোহী ছন্দ,প্রেম,বিরহ
রোমান্টিসিজম সত্তা আমার নীরব অনুভব।
সাম্যের মহা শ্লোগানে কখনো হাফিজের মিছিলকে থামিয়ে,
কখনো জীবনানন্দের প্রণয়ের আহ্বান শুনিয়ে,
আমায় বিভ্রান্ত করো না প্রিয়।

আমার সত্তা রাজনৈতিক নয়,
গণতন্ত্রের দোকানে কোন চা সংলাপ নয়,
অথবা সমাজতন্ত্রের কোন মন্ত্রে নয়।
আমার মতবাদ কখনো তুমিকেন্দ্রিক,কখনো তুমি নেই কেন্দ্রিক


যদি বসন্তের স্বর্গীয় বিকেলে,
আমাকে রাজপথের আগুনঝরা বক্তব্যও শোনাও
আমি তখনো আদর্শ শ্রোতা নই,
আমিই তখন ওমর খৈয়াম,মির্জা গালিবের
ঐ মধুময় মোহময় প্রেম শায়েরী