‘পল্লীকবি’র নামে বাংলা একাডেমির নতুন পুরস্কার


টাইমস ডেস্ক | Published: 2018-01-09 15:19:27 BdST | Updated: 2024-05-12 17:19:11 BdST

পল্লীকবি জসীম উদ্দীনের নামে সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। ৬০ বছরের উর্ধ্বে কবি-সাহিত্যিকদের সারাজীবনের কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার দেওয়া হবে। প্রতি এক বছর পরপর এই পুরস্কার দেওয়া হবে।

প্রথমবারের মতো এ বছর পুরস্কার দেওয়া হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- একাডেমির সচিব আনোয়ার হোসেন, পরিচালক সাহিদা খাতুন এবং এবারের গ্রন্থমেলা আয়োজন কমিটির আহ্বায়ক জালাল আহমেদ।

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান খান জানান, আমাদের সাংস্কৃতিক যাত্রার প্রকৃত চরিত্র বহন করে পল্লীকবি জসীম উদ্দীন। এ কারণেই এ কবির নামে বাংলা একাডেমি প্রবর্তিত শ্রেষ্ঠ পুরস্কারটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকে পুরস্কার দেওয়া হবে। নতুন প্রবর্তিত এই পুরস্কারের মূল্যমান পাঁচ লাখ টাকা।

এইচজে/ ০৯ জানুয়ারি ২০১৮