১২ কবি-সাহিত্যিক-প্রাবন্ধিক পেলেন বাংলা একাডেমি পুরস্কার


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-28 04:35:17 BdST | Updated: 2024-05-12 13:04:39 BdST

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ বছর দশ বিভাগে বারোজন লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

২০১৭ সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবি মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথাসাহিত্যে মামুন হুসাইন, প্রবন্ধে মাহবুবুল হক, গবেষনায় রফিকউল্লাহ খান, অনুবাদে আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল হাসান ভূঁইয়া ও সুরমা জাহিদ, ভ্রমণ সাহিত্যে শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বিজ্ঞান ও কল্পকাহিনিতে মোশতাক আহমেদ এবং শিশুসাহিত্যে ঝর্ণা দাশ পুরকায়স্থ।

নাম ঘোষণার আগে শামসুজ্জামান খান জানান, বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। যার সভাপতিত্বে ছিলেন কবি আসাদ চৌধুরী।

আসছে ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার হিসেবে দেয়া হবে এক লাখ টাকা, সনদপত্র ও স্মারক।

এসএম/ ২৭ জানুয়ারি ২০১৮