বিশ্ববিদ্যালয় ছাত্রের চারটি বই; রয়েছে দ্বিতীয় সংস্করণও


ক্যাম্পাস টাইমস ডেস্ক | Published: 2018-06-02 19:10:21 BdST | Updated: 2024-05-20 19:52:05 BdST

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই চারটি বই লিখে রীতিমতো সাড়া জাগিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত স্নাতক (সম্মান) বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল হাবিব সানি। ফয়সাল হাবিব সানিকে মনে করা হচ্ছে, এ প্রজন্মের অন্যতম কনিষ্ঠ প্রতিভাবান কবি।

জানা গেছে, এ বছর অমর একুশে গ্রন্থমেলায় এ তরুণ কবি'র চারটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতাগ্রন্থগুলো যথাক্রমে `দাবানল (২য় সংস্করণ)", ``নির্বাচিত ১০১ কবিতা", ``নির্বাচিত পঞ্চাশ প্রেমের কবিতা" ও ``অপ্রকাশিত কথন (একটি ব্যতিক্রমধর্মী অণু চরণগুচ্ছ)"। ২০১৬ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম কবিতাগ্রন্থ ``দাবানল" প্রকাশিত হয়। এক বছরের ব্যবধানে ``দাবানল" কাব্যগ্রন্থের ২য় সংস্করণসহ এ তরুণ কবি'র তিনটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে। চারটি কবিতাগ্রন্থ লিখে বর্তমানে বেশ অালোচনায় এসেছে একুশ বছর বয়সী এ তরুণ কবি।

ফয়সাল হাবিব সানির চারটি বই

 

ফয়সাল হাবিব সানি জন্মগ্রহণ করে ১৯৯৭ সালের ২৩ অাগস্ট সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায়। `অামি জন্মেছিলাম জিততে, একদিন মৃত্যুও নেবো জন্মকে জিতে', `যে অাজও অামার পরিচয় পায়নি, তাকে বলে দাও— অামি তাকে চেয়েছি, কবিতা চায়নি', `প্রতিটা মানুষ মাতৃ জরায়ুর সময় থেকে প্রচণ্ডভাবে অামৃত্যু মৃত্যুর মতো একা', `তুমি ফুল হও, ফুল হয়ে ফোটো/ সুবাস হয়ে তুমি পৃথিবীকে লুটো'- এ ধরণের অসংখ্য অসামান্য উক্তি লিখে যাচ্ছে এক সুদর্শন তরুণ। হ্যাঁ, এই তরুণই সময়ের জনপ্রিয় তরুণ কবি ফয়সাল হাবিব সানি।

কবিতার মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে অনন্য উচ্চতায় তুলে ধরার স্বপ্ন মনে ও মননে সবসময় পোষণ করে এ কবি। বাংলা সাহিত্যকে দেখতে চায় বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠিত সাহিত্যের পাশে, বিশ্বসাহিত্যে অন্যতম উচ্চস্থানে।

নানা প্রতিবন্ধকতার সম্মুখীন এ কবি'র জীবন থেমে থাকেনি; নানা বাধা-বিপত্তিকে পেরিয়ে নিজ প্রতিভায় সমুজ্জ্বল এ কবি'র পথচলাটাও সুগম ছিলো না। সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এ কবিকে একাডেমিক শিক্ষার কাছে বারবার পরাজয় বরণ করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় যেখানে একজন শিক্ষার্থীর প্রতিভা বিকাশের মাধ্যম হয়ে দাঁড়ানোর কথা, সেই বিশ্ববিদ্যলয়-ই হয়ে উঠেছে তার জন্য প্রতিভা বিকাশের প্রধান অন্তরায়। কিন্তু স্বপ্ন যাকে স্বপ্ন দেখায় নতুন পৃথিবী গড়ার, স্বপ্ন যাকে মানুষের জন্য ভালো কিছু করার উৎসাহ যোগায়, সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতায়-ই ফয়সাল হাবিব সানি'র চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ফয়সাল হাবিব সানির অর্জন

 

দীর্ঘ ৭ বছর যার লেখালেখির বয়স, তার প্রকাশ ঘটছে এখন। প্রথম অবস্থায় নিজের একটি কবিতা প্রকাশের জন্য পত্রিকা অফিসে অফিসে ঘুরে বেড়াতো এ কবি। কিন্তু প্রকাশের কোনো মাধ্যম জুটতো না এ কবি'র। সকলে মনে করতো যে, এই অল্প বয়সের একটা ছেলে অার কী বা ভালো লিখতে পারে! এভাবে বারবার হতাশ হয়েও নিজের স্বপ্নকে ভেঙে যেতে দেয়নি স্বপ্নমুখর অদম্য এ তরুণ। তার বিশ্বাস ছিলো, পুঁথিগত বিদ্যার থেকে বেরিয়েও মানুষ অাপন প্রতিভাবলে অনেক ভালো কিছু করতে পারে।

প্রকৃতপক্ষে, নিজেকে পোড়াতে পোড়াতে সানি যে নিজেকে চিনতে সক্ষম হয়েছিলো, নিজেকে অাবিষ্কার করেছিলো তার মতো করে। অার যে নিজেকে চিনতে পারে, সেই পুরো বিশ্বকে অবলোকন করবার সুযোগ পেতে পারে। বিচিত্রময় জীবনের সাক্ষী এ তরুণ কবি'র এগিয়ে চলার গল্প সময়ের উঠতি তরুণ প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে অাদর্শ ও স্বপ্ন দেখানোর প্রধান কারিগর ।

উল্লেখ্য, ফয়সাল হাবিব সানি'র সম্পাদিত সাহিত্য পত্রিকার মধ্যে রয়েছে ``স্বপ্ন" (প্রকাশকাল, ২০১৫)। তাছাড়াও প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ও ম্যগাজিনের মধ্যে উল্লেখযোগ্য ``অাঁধারে অালোর রেখা", ``প্রতিভা", ``কাশফুল", ``ফাল", ``দ্বীপজ", ``একতা", ``হৃদয়ে বঙ্গবন্ধু", ``জমিন" প্রভৃতি।

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাংবাদিক, বাংলাদেশ।
`অমর একুশে গ্রন্থমেলা-২০১৮'- তে প্রকাশিত চারটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।
ফেইসবুক অাইডিঃ Foysal Habib Sany
গুগল সার্চঃ ফয়সাল হাবিব সানি
ইউটিউব সার্চঃ ফয়সাল হাবিব সানি

টিআই/ ০২ জুন ২০১৮