আবদুল্লাহ আবু সায়ীদের কথা রীতিমতো বডি শেমিং


টাইমস অনলাইনঃ | Published: 2019-09-01 22:52:24 BdST | Updated: 2024-05-21 21:48:04 BdST

কাবেরী গায়েন

চেয়ারপার্সন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

‘আবদুল্লাহ আবু সায়ীদ শাড়ির কথা লিখতে গিয়ে যেভাবে বাংলাদেশি নারীর চেহারা, উচ্চতা, শারীরিক গঠন নিয়ে, মন্তব্য করেছেন তা রীতিমতো বডি শেমিং (শরীরের গঠন নিয়ে লজ্জা দেওয়া)’— বলেন কাবেরী গায়েন।
এছাড়া আবু সায়ীদের এই লেখার জন্য তার এখন নিশঃর্তভাবে ক্ষমা চাওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যাপক আবু সায়ীদের লেখার প্রসঙ্গ টেনে কাবেরী গায়েন বলেন, ‘তিনি বলেছেন, বাঙালি নারীকে শাড়ি ছাড়া আর কোনো পোশাকে সুন্দর লাগে না। বাঙালি নারীর চেহারা নিয়ে এমন কটাক্ষ অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

কাবেরী গায়েন বলেন, ‘শাড়ি মেয়েরা ভালবেসে পরে, পুরুষের মনোরঞ্জন বা অন্যের চোখে আকর্ষণীয় দেখাতে পরে না। এটি একটি পোশাক, উত্তেজক পোশাক নয়। একজন নারী কিংবা একজন পুরুষ কী পোশাক পরবেন তা কেউ নির্ধারণ করে দিতে পারেন না। উনার মতো একজন গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে এমন মন্তব্য ও ভাষা তাই মেনে নেওয়া যায় না।’