'অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ধারনার পরিপন্থী'


Dhaka | Published: 2020-01-24 05:42:36 BdST | Updated: 2024-05-22 01:46:47 BdST

তাহলে এক কাজ করেন, ইউজিসিকেই একটি বিশ্ববিদ্যালয় বানিয়ে সবাইকে তার শাখা বানিয়ে দেন। এক প্রশ্নপত্রে কীভাবে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে? কলেজ আর বিশ্ববিদ্যালয় যে এক না এই সামান্য জ্ঞান যাদের নাই তাদের দেশে আর যাই হোক, গবেষণা হবে না। বাংলাদেশে যে ৩/৪ টি গবেষণা বিশ্ববিদ্যালয় যাও আছে -তাদেরকেও রাষ্ট্রই টিচিং বিশ্ববিদ্যালয় বানিয়ে ছাড়বে।

একটা উদাহরণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আসন আছে ২২০০। দেখা যায় ৫০,০০০ পরীক্ষার্থীর মাঝে ৪৮ পেয়ে পাশ করে ৫/৬ হাজার। যদি শারা বাংলার এইচ এস সি পাশ সবাই পরীক্ষা দেয় তবে হয় প্রশ্ন ৯/১০ এর মত করতে হবে নইলে ৪৮ না পাওয়া সবাইকে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে।

আমি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার বিরোধী। এটি বিশ্ববিদ্যালয় ধারনার পরিপন্থী । জেলায় জেলায় যে জাতি বিশ্ববিদ্যালয় বানাতে পারে, তাহলে এই ভাবনা আসবে না তো কোন ভাবনা আসবে।

লেখক : দিদারুল ইসলাম , ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে ইউনিভার্সিটি অব লিডসে পিএইচডি গবেষক