ঢাবিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত: শিক্ষার্থীদের জটিলতার সমাধান চাই


Dhaka | Published: 2020-12-11 06:41:40 BdST | Updated: 2024-05-04 05:02:30 BdST

সেশনজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত। পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর। তবে এ সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মতামত পাওয়া গেছে। অনেকে বলছেন, শিক্ষার্থীরা কোথায় থাকবে? তাদের থাকার ব্যবস্থা না করে পরীক্ষা নেয়ার এরকম সিদ্ধান্ত সিদ্ধান্ত শিক্ষার্থীদের জটিলতায় ফেলবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার লিখেছেন, "ঢাকা শহরে যাদের দিনশেষে হল ছাড়া থাকার জায়গা নেই তারা কতটুকু অসহায় সেটা শুধু তারাই জানে। করোনা সংকটে সেশনজট থেকে শিক্ষার্থীদের রেহাই দিতে অনার্স ও মাস্টার্স এর পরিক্ষা নেওয়ার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। তবে বিষয়টি আরো যাচাই করে আরো শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাই।"

তিনি লিখেছেন, "শিক্ষার্থীরা কোথায় থেকে পরীক্ষা দিবে সেটি ভেবে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা এখন সময়ের দাবি। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখেছি তাদের বেশ কিছু জীবন বাস্তবতা রয়েছে। করোনা সংকটে যেখানে শত শত শিক্ষার্থীর পরিবার দু বেলা খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করে চলেছে সেখানে তাদের পক্ষে মেস বা বাসা ভাড়া নিয়ে ঢাকায় অবস্থান করা তাদের সামর্থের বাইরে বলে আমি মনে করি।"

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘অগ্রাধিকার ভিত্তিতে অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট পরীক্ষার সময়সূচি জানতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনে পরীক্ষাসমূহ তুলনামূলক কম বিরতিতে বা একইদিনে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের অর্ধেক। একইভাবে ল্যাব-কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা গ্রহণ করবে। শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেয়া হবে।’’

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ সংযুক্ত ছিলেন।