নারীর ক্ষমতায়নে অনুপ্রেরণার নাম 'শেখ হাসিনা'


ঢাকা | Published: 2021-03-09 00:58:35 BdST | Updated: 2024-04-18 19:59:40 BdST

সমসাময়িক সময়ে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের নারীর ক্ষমতায়নে এক অনুপ্রেরণার নাম 'শেখ হাসিনা'। তাঁর অনন্যসাধারণ ব্যক্তিত্ব, সন্মোহনী নেতৃত্ব, ইস্পাতদৃঢ় প্রত্যয় নিয়ে শূন্য থেকে আবার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বোচ্চ আসনে। এখানেই একজন নারীর স্বার্থকতা।

তাঁর জীবনে ঝড় এসেছে। তিনি প্রতিকূলতাকে সঙ্গী করে বন্ধুর পথে হেঁটে পুরুষতান্ত্রিক সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন নারী হয়ে সফল্যের গান গেয়েছেন। অন্য নারীদের কন্ঠে সেই গানের সুর তুলে দিয়েছেন।

একজন সফল নারী ডাক্তার আরেকজন নারী ডাক্তারকে, একজন সফল নারী ইঞ্জিনিয়ার আরেকজন নারী ইঞ্জিনিয়ারকে, একজন সফল নারী শিক্ষক আরেকজন নারী শিক্ষককে অনুপ্রেরণা দিতে পারেন শুধু।

কিন্তু একজন শেখ হাসিনা সকল স্তরের, সকল পেশার নারীকে শুধু অনুপ্রেরণা নয়। রাষ্ট্রের সর্বোচ্চ আসনগুলোতে বসিয়েছেন। এখানেই একজন নারী হিসেবে তাঁর পরম স্বার্থকতা।

অদূর ভবিষ্যতে একজন ইন্দিরা গান্ধী, একজন শ্রীমাভো বন্দরনায়েক, একজন মার্গারেট থ্যাচারের পাশাপাশি একজন শেখ হাসিনা কে নিয়ে বিশ্ব নারীর ক্ষমতায়নের ইতিহাস পড়বে।

আজকের এই দিনে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।

লেখক: রকিবুল ইসলাম ঐতিহ্য, ডাকসুর সাবেক সদস্য ও সহসভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ