জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণ চাইলেন ফখরুল


Dhaka | Published: 2019-09-17 03:52:45 BdST | Updated: 2024-05-18 09:28:26 BdST

দরপত্র নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ‘ঘুষ লেনদেনের’ অভিযোগ ওঠায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের অপসারণ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি দাবি তোলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এই মানববন্ধন হয়।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কয়েকটি ঘটনায় চাঁদাবাজির অভিযোগ ওঠার প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষুব্ধ হলে ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দরপত্রের কাজ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই কোটি টাকা চাঁদা দাবি করলেও পরে এক কোটি টাকা দেওয়ার বিষয়ে চূড়ান্ত হয়েছিল।

তবে শোভন এবং রাব্বানী উপাচর্য ফারজানা ইসলামের কাছে চাঁদা দাবি অভিযোগ অস্বীকার করেছেন।

মির্জা ফখরুল বলেন, “আজকে একটা খুব ইন্টারেস্টিং খবর আছে- জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘুষ চাওয়ার অপরাধে- ওটার আবার নতুন নাম দিয়েছে ‘ফেয়ার শেয়ার’ অর্থাৎ ঘুষটা যে ওরা নেবে ৫%, ১৯%- এটা ফেয়ার শেয়ার। এই ফেয়ার শেয়ারের মধ্যে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম চলে এসেছে। উনি নাকি ইতিমধ্যে এক কোটি টাকা দিয়েছেন।


“তাহলে শুধুমাত্র এই দুই ছাত্র (ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক) কেন বাবা। ভাইস চ্যান্সেলরের কী হবে? ইমিডিয়েটলি দ্য ভাইস চ্যান্সেলর শুড রিজাইন অর শি শুড বি স্যাকড।”
বিএনপি মহাসচিব বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ডিন- তারা গোপনে ছাত্র ভর্তি করছে রাত্রিবেলা। কোথায় আছে! কোথায় আপনার দুর্নীতিমুক্ত জায়গা? স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচারালয়- কোথাও যাওয়ার জায়গা নেই।”