নারী নেত্রীদের অপমান করে জামায়াত ও ছাত্রলীগের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার


Dhaka | Published: 2020-10-08 16:01:20 BdST | Updated: 2024-05-19 09:41:43 BdST

বাংলাদেশ ছাত্রলীগ ও জামায়াতে ইসলামীর নামে দুটি ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের নামে প্রচারিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে আগামী ২৫ তারিখ পর্যন্ত ছাত্রলীগ নেতাদের কোনো ধরনের ধর্ষণে যুক্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং প্রয়োজনে ছাত্রলীগের নারী নেত্রীদের সাথে গোপনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ছাত্রলীগের নারীনেত্রীদের কেউ সহযোগিতার জন্য বলা হয়েছে ।

এ ধরনের একটি বিজ্ঞপ্তি স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গ্রুপে এবং আইডিতে দেখা যাচ্ছে ।

এদিকে আরেকটি ভুয়া বিজ্ঞপ্তিতে জামায়াত নেতাদেরকে জামাতের পক্ষ থেকে কোনো ধরনের ধর্ষণ ও বলাৎকার জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এরকম একটি বিজ্ঞপ্তি শেয়ার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

খোঁজ নিয়ে জানা গেছে, এ দুটি বিজ্ঞপ্তি ভুয়া এবং গুজব।জামাতের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি নিচে স্বাক্ষর করেছেন জামাতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান কিন্তু সেখানে লেখা রয়েছে তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল। জামাতের ওয়েবসাইটে গিয়ে জামাতের কমিটির সাথে মিলিয়ে দেখা যায় বিজ্ঞপ্তিটি ভুয়া।

ছাত্রলীগের নামে প্রচারিত বিজ্ঞপ্তিতে ভুয়া বলে জানিয়েছে ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এদিকে দুটি ভুয়া বিজ্ঞপ্তিতে নারীকে অপমান করা হয়েছে। এ ধরনের বিজ্ঞপ্তি ফেসবুকে শেয়ার না করার জন্য অনুরোধ করা হয়েছে। নারী কারো ভোগ্যপণ্য নয় যে যে যার মত চাইলেই ব্যবহারের জন্য নির্দেশনা দিবে। যারা এ ধরনের নারীকে অপমান করে ভুয়া বিজ্ঞপ্তি বানিয়ে ফেসবুকে ছড়াচ্ছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছে সমাজ বিশ্লেষকরা।