খালেদার গাড়িবহরে হামলার নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের


ঢাবি টাইমস | Published: 2017-10-29 02:31:34 BdST | Updated: 2024-05-19 10:01:00 BdST

বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বলা হয়, রোহিঙ্গা স্মরণার্থীদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনী শহরের কাছাকাছি স্থানে খালেদা জিয়ার গাড়িবহরের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরণের ঘটনা কোন সভ্য সমাজে চিন্তাই করা যায় না।

প্রেস রিলিজে আরও লেখা হয়েছে, ''বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদে জানা যায় যে ২৮ অক্টোবর ২০১৭ তারিখ শনিবার বিকেল ৫ টা নাগাদ ফেনী শহরের ৫/৬ কিলোমিটার আগে মোহাম্মদ আলী বাজার এলাকায় এ হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয় যে হামলাকারীরা প্রায় অর্ধশতাধিক গড়ি ভাঙচুর করেছে। বিএনপি নেতাকর্মী ছাড়াও গাড়ি বহরে থাকা বিভিন্ন সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়। বাদ যায়নি বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের গাড়িও। ফেনী শহরের মহিপালেও ভাঙচুর ও হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।''

প্রেস রিলিজে লেখা হয়েছে, ''এসব হামলার ঘটনায় অর্ধশতাধিক দলীয় নেতা-কর্মী এবং সংবাদকর্মী আহত হয়েছেন বলে খবরে প্রকাশ। আমরা এ বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং একই সাথে দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।''

এমএসএল