রসিক নির্বাচন: নিজ কেন্দ্রেও হেরেছে নৌকার ঝন্টু


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-22 03:50:21 BdST | Updated: 2024-05-19 08:00:49 BdST

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজের কেন্দ্রেই ভোটে হেরে গেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার চেয়ে ১২৫ ভোট বেশি পেয়েছেন জাতীয় পার্টির প্রাার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। দিনভর ভোটগ্রহণের পর নির্বাচনের ফল ঘোষণা চলছে।

সন্ধ্যার পরপরই রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

কেন্দ্রটিতে ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯৪ ভোট। লাঙল প্রতীকে মোস্তফা পেয়েছেন ৫১৯ ভোট। সকালে ২৪ নম্বর ওয়ার্ডের সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর আওয়ামী লীগ প্রার্থী ঝন্টু বলেছিলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। ভোট এভাবে শেষ পর্যন্ত সুষ্ঠু হলে আমি জিতব। জনগণ যে রায় দেবে, তা আমি মেনে নেব।

১৯৩টি কেন্দ্রের মধ্যে রাত ৮টা পর্যন্ত ঘোষিত ৮৭টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, মেয়র পদে লাঙল প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৮৩টি কেন্দ্রের ফলাফলে ৬৭ হাজার ২১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সরফুদ্দিন আহমেদ ঝন্টু পেয়েছেন ২৬ হাজার ৪৭৮ ভোট। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৩ হাজার ৮৯৬ ভোট।

এওএসএল