ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে বিনএপির প্যানেলে যারা


ঢাবি টাইমস | Published: 2017-12-23 06:41:01 BdST | Updated: 2024-05-19 08:21:55 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সঙ্গে বাম সমর্থকরাও আলাদা প্যানেল নিয়ে নামছে। আগামী ৬ জানুয়ারি থেকে তিন দিন এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন জানিয়েছেন।

এই নির্বাচনের মধ্য দিয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা তাদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন করবেন, যারা বিশ্ববিদ্যালয় পরিচালনার মূল কেন্দ্র সিনেটে দায়িত্ব পালন করবেন।

ঢাকার বাইরের গাজীপুরের চান্দনা ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১৩ জানুয়ারির পরিবর্তে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

এবার রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্যে প্রায় ৪৪ হাজার ভোটার হয়েছেন বলে জানান তিনি।

মর্যাদার অগ্রযাত্রা স্লোগান নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি পন্থী জাতিয়তবাদী পরিষদ।

ছবিতে এক নজরে দেখে নিন বিএনপি প্যানলের তালিকা 

জাতিয়তবাদী পরিষদ 

বিডিবিএস