রাজ্জাকের স্মরণ সভায় আসলেন না ঘনিষ্ঠ সহযোদ্ধারা!


ঢাবি টাইমস | Published: 2017-12-24 02:19:54 BdST | Updated: 2024-05-19 09:41:09 BdST

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আসেননি অধিকাংশ আলোচক।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও ফাউন্ডেশন।

আলোচনা সভা বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও তা শুরু সন্ধ্যা ৫টার দিকে। মিলনায়তনে লোকসমাগম থাকলেও আলোচকদের উপস্থিতি না থাকায় এ বিলম্ব হয়।

  • সভার আমন্ত্রণপত্রে আলোচক হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফএউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবুসহ অনেকের নাম ছিল। তবে সভায় তাদের কেউ আসেননি।

আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান।

jagonews24 

বিডিবিএস