প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতে আসবেন মাশরাফি


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-04 04:38:57 BdST | Updated: 2024-05-19 04:56:53 BdST

প্রধানমন্ত্রী চাইলে রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বছরের প্রথম দিনে, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য মাশরাফির সঙ্গে দেখা করেন মোতাহার হোসেন প্রিন্স। এসময় একান্ত আলাপকালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা আছে কিনা জানতে চান প্রিন্স। জবাবে মাশরাফি বলেন, ‘মাননীয় প্রধান মন্ত্রীর সিদ্ধান্তকে আমি সবচেয়ে সম্মানের চোখে দেখি।’ এই কথার মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন দেশ সেরা অধিনায়ক।

সম্প্রতি আওয়ামী লীগ তরুণদের মধ্যে জনপ্রিয়দের দলে ভেড়াতে কাজ শুরু করেছে। শুধু যারা রাজনীতি করেন তারাই নন রাজনীতির বাইরে থাকা তরুণদেরও আওয়ামী লীগ আগামী নির্বাচনে কাজে লাগাতে চায়। তরুণ সমাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি হলেন, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই পরিপ্রেক্ষিতেই মাশরাফির রাজনীতিতে আসার ইচ্ছার ব্যাপারে জানতে চেয়েছিলেন প্রিন্স।

 

বিডিবিএস