ডিএনসিসি’তে ভোট ২৬ ফেব্রুয়ারি


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-04 23:45:27 BdST | Updated: 2024-05-19 04:07:42 BdST

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারির। একই সময়ে দুই সিটির নতুন ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে বিকাল সাড়ে ৩টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসির ভারপ্রাপ্ত সচিব জানান, ঢাকায় ভোটগ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা হবে ৯ জানুয়ারি।

আরও পড়ুনঃ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সেলিম ডিএনসিসির মেয়র প্রার্থী

বিডিবিএস