ছাত্রশিবিরের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার ৫


টাইমস অনলাইনঃ | Published: 2018-01-05 02:25:16 BdST | Updated: 2024-05-19 04:56:38 BdST

সাতক্ষীরার তালায় ‘শিবিরের গোপন বৈঠকে’ অভিযান চালানোর সময় বোমা হামলায় এক এসআই ও দুই এএসআই আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান।

অভিযানে বন্দুক, বোমা ও জেহাদি বইসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের শিবির ক্যাডার বলছে পুলিশ।

ওসি বলেন, বোমা হামলায় আহত তালা থানার এসআই মিজান, এএসআই মাহফুজ ও এএসআই রফিকুলকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি হাসান জানান, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি টিনশেড ঘরে শিবিরের গোপন বৈঠক চলছে সংবাদ পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির ক্যাডাররা বোমা নিক্ষেপ করে। এতে তালা থানার একজন এসআই ও দুই এএসআই আহত হন।”

তিনি জানান, বৈঠক থেকে তালার দোহার গ্রামের ইনামুল সরদার, শাহজাতপুরের হাবিবুর খান, শুভংকরকাটির মহাসিন শেখ, শ্রীমন্তকাটির সুজন মোড়ল ও উত্তর নলতা গ্রামের আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

“ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচটি পেট্রোল বোমা, তিনটি হাতবোমা ও তিনটি জিহাদি বইসহ পাঁচ ক্যাডারকে গ্রেপ্তার করা হয়।”

ওসি আরও জানান, গ্রেপ্তারদের নামে নাশকতা সৃষ্টি, পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিবিএস