মির্জা ফখরুলের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের সাক্ষাত


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-10 01:10:36 BdST | Updated: 2024-05-19 04:56:47 BdST

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের নব নির্বাচিত কমিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে মহাসচিবের উত্তরার বাসভবনে তারা সাক্ষাত করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামি দিনের কর্মসূচি সম্পর্কে করনীয় বিষয়ে নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন।

কল্যান ফ্রন্টের আহ্বায়ক কমিটির অন্যতম চার সদস্য মিল্টন বৈদ্য, রতন বালা, মৃনাল বৈষ্ঞব এবং সঞ্জয় দে রিপনের নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের সাক্ষাত।

 

এরআগে গত গত ০৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উত্তম সরকারকে সভাপতি ও ছাত্রদলের পরিবেশ ও জলবায়ূ বিষয়ক সম্পাদক স্বপন মন্ডলকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন করা হয়।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন এবং নেতৃত্ব বিকাশের জন্য দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই সংগঠনের সকল সদস্য কাজ করে যাচ্ছে।

এই লক্ষ্যে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় আহবায়ক কমিটির অধিকাংশ সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব কল্যাণ ফ্রন্টের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এইচজে/ ০৯ জানুয়ারি ২০১৮