ছাত্রলীগকে নতুন মডেলে ঢেলে সাজানোর পরিকল্পনা


টাইমস প্রতিবেদক | Published: 2018-01-26 01:46:53 BdST | Updated: 2024-05-19 13:02:38 BdST

আওয়ামী লীগের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয়, বিএনপির ক্ষমতার উৎস ছাত্রদল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্রলীগকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ‘কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’-এর ১৯ কিলোমিটার কাজের উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমাদের ক্ষমতার উৎস ছাত্রলীগ নয়। বিএনপির ক্ষমতার উৎস ছিল ছাত্রদল। তারা প্রকাশ্যে, বেগম জিয়া বলতেন, ছাত্রদলই আওয়ামী লীগকে মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু আমরা কোনোদিনই এ কথা বলব না, যে বিএনপিকে ঠেকানোর জন্য আমরা ছাত্রলীগকে ব্যবহার করব।’

ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগ কোথাও কোনো বিচ্ছিন্নভাবে অপকর্ম করলে তার শাস্তির ব্যবস্থা আছে। ছাত্রলীগের অনেক কর্মী এখন কারাগারে। ছাত্রলীগের অনেক কর্মী ফাঁসির দণ্ডেও দণ্ডিত হয়েছে। আমাদের ম্যাসেজ হলো ভালো কাজ করলে পুরস্কার দেব। আর খারাপ কাজ করলে তিরস্কৃত হবে। আমরা ছাত্রলীগকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী মার্চ মাসে ছাত্রলীগের নতুন সম্মেলন হবে। সেই সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রলীগে নতুন নেতৃত্বের দ্বার উদঘাটন হবে এবং ছাত্রলীগকে নতুন মডেলে ঢেলে সাজানোর পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছেন। এ ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু সালেহ মো. ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম উপস্থিত ছিলেন।

এমএন/ ২৫ জানুয়ারি ২০১৮