নিজ বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ড. জাফরুল্লাহ


Dhaka | Published: 2020-01-15 02:13:41 BdST | Updated: 2024-05-19 21:13:42 BdST

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্যের দাবি, ব্যবসায় প্রশাসন ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা এবং ছাত্র সংসদের বাজেটের নামে তামাশার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরীকে তালাবদ্ধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।

জানা যায়, ডা: জাফরুল্লাহ চৌধুরী পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু তার আগেই সকালে ছাত্র সংসদ, সাধারণ ছাত্র পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরে সভা বয়কট করেন।

এরপর জাফরুল্লাহ চৌধুরী দুপুরে বিশ্ববিদ্যালয়ে আসা মাত্রই ছাত্র সংসদ, সাধারণ ছাত্র পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরতে থাকেন। কিন্তু তিনি দাবির প্রতি ভ্রুক্ষেপ না করে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে ঘেরাও করে। পরে তাকে একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে আটকে রেখে তালাবদ্ধ করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডা: জাফরুল্লাহ তালাবদ্ধ অবস্থায় অবরুদ্ধ আছেন। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবু, সিনিয়র সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মদ মোকাম্মেল, জনসংযোগ কর্মকর্তা শিরিন শারমিন সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ অবরুদ্ধ আছেন।