দীর্ঘ ছুটি শেষে রাবি খুলেছে সোমবার


টাইমস প্রতিবেদক | Published: 2018-09-03 13:05:32 BdST | Updated: 2024-05-18 14:47:28 BdST

ঈদুল আজহা ও জন্মাষ্টমীর দীর্ঘ ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

এরআগে রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষ হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) ও শনিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এবং রোববার (২ সেপ্টেম্বর) জন্মাষ্টমীর ছুটি থাকায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য রোববার সকালে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টিআই/ ০৩ সেপ্টেম্বর ২০১৮