রাবির নতুন ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান


টাইমস ডেস্ক | Published: 2018-10-02 21:50:41 BdST | Updated: 2024-05-18 17:07:20 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার নবনিযুক্ত ছাত্র উপদেষ্টার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ নিয়ে ২য় বারের মতো নারী ছাত্র উপদেষ্টা পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ড. লায়লা আরজুমান সম্পর্কে জানা যায়, রাবির রসায়ন বিভাগ থেকে ১৯৯৪ সালে অনার্স ও ৯৬ সালে মাস্টার্স শেষে ১৯৯৭ সালে নিজ বিভাগেই শিক্ষকতা শুরু করেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বগ্রহণকালে সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম বখসি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএন/ ০২ অক্টোবর ২০১৮