ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি করায় জবির দুই শিক্ষককে শোকজ


টাইমস অনলাইনঃ | Published: 2017-08-09 06:15:21 BdST | Updated: 2024-05-18 14:28:15 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষককে শোকজ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৯শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেল নির্বাচনে ছাত্রপ্রতিনিধি অংশগ্রহণের জন্য ডাকসু নির্বাচনের দাবিতে সিনেট অধিবেশন চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি প্রক্টরিয়াল বডিসহ শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের প্রভাষক কাজী ফারুক হোসেন এবং ভূগোল পরিবেশ ও বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারি প্রক্টর মহিউদ্দিন মাহির নাম ও ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় আসে।

এর প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার নেতৃবৃন্দ ওই দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটি লিখিত অভিযোগ পেশ করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ওই দুই শিক্ষকের কাছে কারন জানতে চাওয়া হয়েছে।

 

এমএসএল